রহমত নিউজ 01 May, 2025 08:12 PM
নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-হাদিস বিরোধী প্রতিবেদন বাতিল, শাপলা গণহত্যার বিচার ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আগামী ৩ মে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচি বাস্তবায়নের জন্য মেঘনা উপজেলা হেফাজতের উদ্যোগে গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) হেফাজতে ইসলাম মেঘনা উপজেলার সভাপতি মুফতী সুলতান মহিউদ্দিনের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকালে মানিকারচর বাজারে নেতা-কর্মীরা সমাবেশে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হাই মক্কী, মাওলানা অলিউল্লাহ সিরাজী, মাওলানা আমানুল্লাহ সাদেকী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ওলি উল্লাহ মুস্তাফি, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি সোহাইল হুসাইন, জনাব ইব্রাহিম , মাওলানা আক্তার কামাল, মাওলানা রেজাউল করিম, মাওলানা হেদায়েতুল্লাহ কারিমী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আতাউল্লা সিরাজী, হাফেজ আবু হানিফ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
সভাপতির ভাষণে মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, এই বিতর্কিত নারী কমিশন নারী অধিকারের নামে এদেশে পতিতাবৃত্তির স্বীকৃতি দিতে চায়। কোরআন হাদিস বিরোধী কোন নীতিমালা এদেশের জনগণ বরদাশত করবে না, ইনশাআল্লাহ।